ঘুনি মাধ্যমিক বিদ্যালয়

(GHUNI HIGH SCHOOL)

(কোড নং – ৬০৪৩, EIIN No – ১১৫৯৯৩)
ডাকঘরঃ ঘুনি, উপজেলাঃ যশোর সদর, জেলাঃ যশোর।
(স্থাপিতঃ ১৯৬৮)

প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয় কোডঃ ৬১২৯

প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন

লক্ষ্য ও উদ্দেশ্য-

শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষবাও মূল্যবোধের বিকাশ ঘটানো যাতে তারা সম্পদশীল নাগরিক হিস গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরা সচেতনরা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি কল্যানে নিজকে নিম্নেহিত রাখতে পারবে।

* শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র বিনির্মাণ গঠন।
* পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করা

উদ্দেশ্য:

১শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশল্প-সামাজিক বিকাশেরশা বিকাশের মাধ্যমে সামাহিক দায়িত্ববোধ তৈরীতে সহায়তা করা
২। কিশক্ষার্থীদের কর্মসংস্থান এবং ভবিষ্যতের চ্যালেন্ট মোকাবেক্সলার গড়ে হন্য প্রস্তুত করা।
৩। শিক্ষার্থীদের আজীবন শেখার আগ্রহ গড়ে তোলা

শিক্ষার আলো বিস্তারের মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করা এবং নৈতিক ও মূল্য বেনি সম্পন্ন জাতি গঠনে তুর্নী মাধ্যমিক বিদ্যালয় সর্বদা অঙ্গীকারখদ্ধ।

আমাদের বিদ্যালয় সম্পর্কে

ঘুনি মাধ্যমিক বিদ্যালয় অত্র বিদ্যালয়টি যশোর জেলার, ঘুনি ডাকঘরের অন্তর্গত ঘুনি গ্রামে অবস্থিত একটি মনোরম পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টি যশোর সদর উপজেলাধীন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর আওতাভুক্ত।

যোগাযোগ ঠিকানা

ঘুনি মাধ্যমিক বিদ্যালয়

সর্বস্বত্ব সংরক্ষিত © 2025 ঘুনি মাধ্যমিক বিদ্যালয়

ডিজাইন ও ডেভেলপমেন্টঃ Nir Computer